নিউজ ডেস্ক : পাকিস্তানের কয়েকজন কর্মকর্তার দাবি, সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলে (এলওসি) গুলিবিনিময়ের সময় তাদের বাহিনী কয়েক ডজন ভারতীয় সেনাকে হত্যা করেছে।
তারা সেনা নিহতের সঠিক সংখ্যা জানানো কঠিন বললেও বিবিসি-কে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, তার ধারণা, গত কয়েকদিনের লড়াইয়ে বুধবার পর্যন্ত প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।
এর আগে এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছিলেন, নিহত ভারতীয় সেনার সংখ্যা ৪০ থেকে ৫০ জন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতীয় সেনা নিহতের দাবি করার পাশাপাশি লড়াইয়ে পাকিস্তানের সেনা নিহতের কথাও স্বীকার করেন। তবে আসিফ বলেন, এ সংখ্যা কত তা তিনি জনেন না।
খাজা আসিফের কথায়, “ভারতই প্রথম গোলাগুলি শুরু করে এবং ভারতের দুটি ব্রিগেড সদর দপ্তরেও হামলা হয়েছে।” তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুই দাবিই প্রত্যাখ্যান করেছে।
বিবিসি এই দাবিগুলোর কোনওটাই নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসি-কে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর কোনও ক্ষয়ক্ষতির খবর তাদের কাছে নেই।
ইতোপূর্বে এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছিল, ভারতীয় প্রতিরক্ষা স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে এবং কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।