নিজস্ব প্রতিবেদক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রাচ্যসংঘ এর আয়োজনে পালিত হয়েছে নানা অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে অনুষ্ঠান মালায় ছিল আলোচনাসভা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বক্তব্য রাখেন প্রাচ্য আকাদেমি অধ্যক্ষ আশরাফ হোসেন।
প্রাচ্যসংঘের সভাপতি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান।
আলোচনানুষ্ঠানের মাঝেই সংগঠনের শিক্ষার্থী আবৃত্তি শিল্পীরা পরিবেশন করেন কবিগুরুর কবিতা আবৃত্তি। এছাড়াও ক্ষুদে শিল্পীদের কন্ঠে পরিবেশিত রবীন্দ্র সংগীত মুগ্ধ করেছে সকলকেই। রাত প্রায় ৯ টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।