Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গরু চুরি করে চামড়া ফেলে মাংস নিয়ে উধাও

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৬:৫১:২৪ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটে শরণখোলায় একদল দুর্বৃত্ত কৃষকের গরু চুরির পর তা জবাই করে চামড়া বা মাথা রেখে মাংস নিয়ে উধাও হয়ে গেছে। এদের ধরতে পারছেনা পুলিশ ও জনতা। ৮ মে গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনি এলাকায় একটি গরু চুরি হয় পরে ৯ মে সকালে চামড়া ও মাথা মাঠের মধ্যে থেকে উদ্ধার করে ওই কৃষক।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামের বাসিন্দা কৃষক মোহাম্মদ রুহুল আমিন হাওলাদারের গোয়ালঘর থেকে একটি গরু গত ৮ মে গভীর রাতে চুরি করে দুর্বৃত্তরা। পরে দিন খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি ওই কৃষক। পরের দিন ৯ মে সকালে বাড়ি সংলগ্ন মাঠের মধ্যে ওই গরুটির মাথা ও চামড়া দেখতে পায় রুহুল আমিন। এভাবেই ওই এলাকা থেকে গতমাসেও একই সিস্টেমে আরো একটি গরু চুরি করে নাড়ি বুড়ি রেখে মাংস নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।রুহুল আমিন জানায় তার গরুটির বর্তমান বাজার দর প্রায় আশি হাজার টাকা।
নাম প্রকাশ না করার শর্তে এক সমাজসেবক বলেন এ ধরনের চুরির ঘটনা গত দুই তিন বছর আগে উপজেলার বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা গরু, মহিষ ছাগল চুরি করে মাংস খেয়ে ফেলতো কিন্তু এই চক্র কখনোই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে কখনো তথ্য পেলে রাঘব বোয়ালদের কারণে তা পুলিশ ধরতে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তদন্ত চলছে দোষীদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)