খুলনা প্রতিনিধি : খুলনা আর্ট স্কুলের উদ্যোগে খুলনা দিবস-২০২৫ উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও বিদ্যোৎসাহী ও সমাজকর্মী মাসুদ মাহমুদ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে আমাদের ও শিশুর প্রতি যত্মশীল হতে হবে। সকল শিশুর মাঝে প্রতিভা লুকিয়ে রয়েছে। শিশুর অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে খুলনা দিবস উপলক্ষ্যে সুন্দরবনের কতকথা নাটক প্রদর্শন করা হয়।