Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ, বনে অবমুক্ত

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৬:৪০:১৯ এম

মোংলা প্রতিনিধি : সুন্দরবনে বাঘের তাড়ায় প্রাণ বাঁচাতে মায়াবী হরিণ আশ্রয় নিল লোকালয়ে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে এ ঘটনায় একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করে বনে ফিরিয়ে দেয়া হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, সুন্দরবনের ভোলা নদী সাঁতরে হরিণটি গ্রামের প্রায় তিন কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। অক্ষত অবস্থায় হরিণটি উদ্ধার করে পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন অফিসে পৌঁছে দেয়া হয়। দলছুট হয়ে অথবা বাঘের তাড়া খেয়ে হরিণটি বন থেকে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হরিণটি বনে অনমুক্ত করা হয়েছে। স্ত্রী হরিণটির বয়স আনুমানিক দুই বছর হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)