Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৬:৫২:২৬ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা শ্রমিকদলের নেতা বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, যশোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দল নেতা আলাউদ্দিন, মিজানুর রহমান, তাইজুল ইসলাম, হুমায়ুন কবির, ইয়াসিন আরাফাত, শহিদুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান বিপুল।
আলোচনাসভা শেষে পৌর শহরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)