ক্রীড়া প্রতিবেদক : যশোর নগর বিএনপি আয়োজনে অনুষ্ঠিত বৈশাখী ফুটবল উৎসবের আজ শনিবার সমাপনী। ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ৬ ও ১ নম্বর ওয়ার্ড দল। বিকেল ৩ টায় ম্যাচটি হবে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ৩ নম্বর ওয়ার্ড দলকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠে ৬ নম্বর ওয়ার্ড দল। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে ৯ নম্বর ওয়ার্ড দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো ১ নম্বর ওয়ার্ড দল। এদিকে, আজ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সভাপতিত্ব করবেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।