কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। আগুনে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার সাকো বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ জন সদস্যও আহত হয়।
স্থানীয়রা জানায়, রাত ১০ টার পর সাকো বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যেই তার দোকান সংলগ্ন আরো ৩টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তার প্রায় ৪ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এরিমধ্যে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসের ভারপ্রাপ্ত ইনচার্জ রবিউল ইসলাম বলেন, তেলের দোকান হওয়াতে আগুনের ভয়াবহতা বেশি ছিল। কালীগঞ্জসহ পার্শ্ববর্তী কোটচাদপুর, চৌগাছা ও সেনানিবাস স্টেশন মিলে মোট ৫ টি ইউনিট মিলে ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময়ে আগুন নেভাতে গিয়ে যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের ২ জন সদস্য সামান্য আহত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।