নিজস্ব প্রতিবেদক : যশোর ডিবি পুলিশ ১শ’ পিস ইয়াবাসহ মোস্তাক হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করেছে। মোস্তাক সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়া এলাকার আশানুর রহমানের ছেলে।
ডিবির এসআই মোল্লা আব্দুল হাই জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বাড়ির সামনে থেকে মোস্তাককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।