আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে চারা বিতরণ করা হয়। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় ১শ’ কৃষক পরিবারের মাঝে এই চারা বিতরণ করা হয়। বছরব্যাপী পুষ্টি চাহিদা মেটাতে বিভিন্ন সবজি ও দেশী ফলের চারা বিতরণ করা হয়। গতকাল দুপুর ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ উদয় রহমান, কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান উল হক, আব্দুর রফিক, নাজমুল হোসেন, খাদেমুল বাশার ও আশরাফুল আলম।