কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পুলিশের অভিযানে ইয়াবাসহ আনসার আলী (২২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় কাশিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৬৯ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান, জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ (বিপিএম) এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নির্দেশনায় থানা এলাকায় বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ৯ টার সময় এসআই রানা প্রতাপ ঘোষের নেতৃত্বে পুলিশ কাশিপুর রেলগেটে অভিযান চালিয়ে ৬৯ পিচ ইয়াবাসহ অঅনছার আলীকে আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।