প্রেসবিজ্ঞপ্তি : দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা এবং ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দ্দৌলা মিথুনকে হুমকি প্রদানের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এই উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেছেন, সাংবাদিক ইউনিয়ন যশোর সব সময় সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন সংবাদ প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। বিগত ফ্যাসিস্ট আমলে দেশের স্বাধীন সাংবাদিকতাকে যেভাবে রুদ্ধ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করে দেয়া হয়েছে তার বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়ন যশোর বলিষ্ঠ ভূমিকা রেখেছে।
বর্তমানে ফ্যাসিস্ট উত্তর বাংলাদেশে তাই এই ধরণের ঘটনা কাম্য নয়। মিডিয়ায় সংবাদ প্রকাশে যদি কারো ভিন্নমত থাকে তাহলে তা যথাযথ প্রক্রিয়ায় সমাধান করা যেতে পারে। সাংবাদিককে হুমকি কোনোভাবেই কাম্য নয়।
সাংবাদিক ইউনিয়ন যশোর এই ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেন দুই নেতা।