বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুিষ্ঠত হয়েছে। শুক্রবার সকালে মরিণ ব্র্যাক মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএস ্আইয়ুব। প্রধান বক্তার বক্তব্য রাখেন যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান।
মহিলা দল নেত্রী মদিনা বেগমের সভাপতিতে¦ আরো বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, যশোর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, যুগ্ম সম্পাদক শামসন্নাহার পান্না, রাফাত আরা ডলি, সহ সাংগঠনিক আনোয়ারা পারভীন আনু, বাঘারাপড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার ও হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক লাভলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাফিজ ইকবাল ঈসা, সদস্য সচিব পারভেজ রহমান, বাঘারপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন আগামীর বাংলাদেশ হবে জনসাধারণের মতামতের বাংলাদেশ। দেশের বৃহৎ একটি অংশ মহিলা গোষ্ঠী । যাদের বাদ দিয়ে কিছু সম্ভব নয়। তাই আগামীতে বাঘারপাড়ার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মহিলা দলের আয়োজনে কর্মী সমাবেশ করা হবে। যার মাধ্যমে আগামীতে বাঘারপাড়ায় মহিলা দলের নেতৃত্ব আরো সুসংগঠিত হবে।