নিজস্ব প্রতিবেদক : যশোরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে সেতু (১৯) নামে এক যুবককে আসামি করে কোতয়ালি থানায় মামলা হয়েছে। । সেতু শহরের বারান্দীপাড়া বৌ বাজার এলাকার শাহবুদ্দিনের ছেলে।
ওই স্কুল ছাত্রীর পিতা কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে তার মেয়েকে প্রায় সময় উত্ত্যক্ত করতো সেতু। তার মেয়ে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দিতো।
গত ৫ মে সকাল সাড়ে ৮টার দিকে তার মেয়ে স্কুলের সামনে পৌছালে তাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। তিনি খোঁজ নিয়ে জানতে পেরে সেতুর বাড়িতে যান। কিন্তু তাকে কোন সহযোগিতা করেনি তার পরিবারের লোকজন। ফলে তিনি তার মেয়ের কোন সন্ধান করতে না পেরে থানায় মামলা করেন।