Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৬:৪৪:৫৫ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা পলাশ মোল্যা, মুলিয়া ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা রবীন্দ্রনাথ অধিকারী এবং শেখহাটি ইউপি’র সাবেক মেম্বার রুহুল আমিন।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, গত বছরের ৪ আগস্ট নড়াইল সদরের মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের হয়। মামলাটি দায়ের করেন-সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ। এ মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)