Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৬:৪৫:৫৬ এম

ফরহাদ খান, নড়াইল : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের প্রতিষ্ঠিত শিশুস্বর্গ এর প্রবীণ শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে শিশুস্বর্গ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী সমীর কুমার মজুমদার, অনুষ্ঠানের সঞ্চালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ ব্যানার্জি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক শুভ সরকার, চিত্রশিল্পী নয়ন বৈদ্য, গোলাপ কাজীসহ অনেকে।
চিত্রশিল্পী বলদেব অধিকারী ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে শিশুস্বর্গে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৭ সালে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান শিশুস্বর্গ প্রতিষ্ঠা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)