নিজস্ব প্রতিবেদক : যশোর শহরে দিনে দুপুরে এক শিক্ষক দম্পতি ও সমাজ সেবা অফিসারের ভাড়া বাড়িতে চুরি হয়েছে। অজ্ঞাত চোর বা চোরচক্র ওই দম্পতি ও সমাজে সেবা অফিসারের শহরের পিটিআই রোডস্থ ভাড়া বাড়ির দরজার তালা ভেঙ্গে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ১৩ ভরি সোনার গহনা চুরি করে নিয়ে গেছে।
সদর উপজেলার ছোট মেঘলা গ্রামের সরোয়ার আলম (৪৫) এজাহারে উল্লেখ করেছেন, তিনি ঝিকরগাছা উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী জামিলা খাতুন যশোর জিলা স্কুলের শিক্ষক। তারা শহরের ষষ্টিতলাপাড়ার পিটিআই রোডস্থ আমজাদ ভিলা নামক বাড়িতে ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা দুজনই বাড়ি থেকে স্কুলে চলে যান। বেলা পৌনে চারটা দিকে বাড়িতে ফিরে দেখেন দরজার তালা ভাঙ্গা। একই ভাবে দ্বিতীয় তলার ভাড়াটিয়া মণিরামপুর উপজেলার সমাজ সেবা অফিসার রোকনুজ্জামানের বাড়ির দরজার তালা ভাঙ্গা। দুই বাড়ি থেকে মোট ১ লাখ ২০ হাজার টাকা ও ১ ভরি সোনার গহনা নেই। পরে তারা বাড়ির মালিকের সিসি ক্যামেরায় ধারন করা ফুটেজ পর্যালোচনা করে দেখেন বেলা ২ টা ৫৮ মিনিটে অজ্ঞাত চোর বাড়ির মধ্যে ঢোকে এবং ৩ টা ১৩ মিনিটের সময় ওই সব মালামাল নিয়ে বের হয়ে যায়। অনেক খোঁজ করে চোরের কোন সন্ধ্যান করতে না পেরে তিনি থানায় মামলা করেন।