Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জমে উঠেছে নার্সদের নির্বাচন, ৬ পদে ১১ প্রার্থী

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৩:২৭:০৭ এম

 

বিল্লাল হোসেন: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার নির্বাচন জমে উঠেছে। ৬ পদে ১১ প্রার্থী দুই প্যানেলে ভাগ হয়ে ভোটযুদ্ধে নেমেছেন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় উভয় প্যানেলে হাসিয়া খাতুনের নাম রয়েছে। পাল্লা ভারি প্রার্থীরা জমজমাটভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে) অনেক প্রার্থী দোয়া ও কামনায় পোস্ট করছেন। দীর্ঘ বছর পর ভোটের মাধ্যমে কমিটি গঠন উপলক্ষ্যে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ভোটাররা বলেছেন, নার্সদের চাওয়া-পাওয়া ও অধিকার আদায়ে সোচ্চার থাকবে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে চান।

জানা গেছে, আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে বিএনএ যশোর জেলা শাখার নির্বাচন। এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নার্সিং কলেজে ২২৯ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মরিয়ম খাতুন। সহকারি প্রিজাইডিং অফিসার হলেন নার্সিং ইনস্ট্যাক্টর আরজিনা খাতুন ও পাবলিক হেলথ এর নার্স শাহিনা আক্তার। 

নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে শাহানাজ পারভীন তারা প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপদি পদে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীন তারা, সহ সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স আনোয়ারা খাতুন, সাধারণ সম্পাদক পদে সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার পলি, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি সিনিয়র স্টাফ নার্স পবিত্র বিশ্বাস ও ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স নিগার সুলতানা।

অন্যদিকে শাহিদা খাতুন প্যানেলে সভাপদি পদে জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন, সহ সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স সেলিনা খাতুন, সাধারণ সম্পাদক পদে সিনিয়র স্টাফ নার্স মোফাজ্জেল হোসেন, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি সিনিয়র স্টাফ নার্স শিরিন সুলতানা ও ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স খুকুরানী রানী দাস।

শাহানাজ পারভীন তারা জানান, সকল নার্সের সাথে তার সু সম্পর্ক। চাকরি জীবনের শেষ পর্যায়ে সহকর্মীদের সেবা করার মানসিকতায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ভোটাররা তাকে বিজয়ী করলে সুবিধাবঞ্চিত নার্সদের পাশে থাকবেন। 

নাসরিন আক্তার পলি জানান, এবারের নির্বাচনে ভোটাররা তরুণ, মেধাবী, পরিশ্রমী নেতৃত্ব বেচে নিলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি বিজয়ী হলে নার্সদের সুখে দুখে পাশে থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

শাহিদা খাতুন জানান, নার্সরা নানা ধরণের বৈষম্যের শিকার হন। তিনি সভাপতি পদে নির্বাচিত হলে নার্সদের অধিকার আদায়ে সোচ্চার হবেন। নার্সিং পেশার মান উন্নয়নে কাজ করে যাবেন। কোন সেবিকা যেন কর্তৃপক্ষের অন্যায় আক্রোশের শিকার না হন সেদিকে খেয়াল রাখবেন। ভোটাররা তার ভালোবাসার মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী।

মোফাজ্জেল হোসেন জানান, বিগত দিনে দীর্ঘদিন নার্সিং অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন। নার্সদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন। এবারের নির্বাচনেও নার্সরা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

একাধিক ভোটার জানিয়েছেন, ২০০৩ সালের পর থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করার সুযোগ এসেছে। নার্সদের বৃহত্তর স্বার্থে আন্দোলন সংগ্রামে যারা কথা বলেছেন এমন প্রার্থীকে বেছে নেবেন। অবশ্যই এবার তারা তরুণ নেতৃত্ব চাইছেন। ভোট উপলক্ষে ভোটারদের মাঝেও আগ্রহের কমতি নেই।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)