Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর বিআরটিএতে দুদকের অভিযান, তিন দালালকে দণ্ড

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ১২:২৯:৩০ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে দালালচক্রের দৌরাত্ম এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার  দুপুরে পরিচালিত এ অভিযানে দালালীর অভিযোগে একজনকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং আরও দুইজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

দুদকের অভিযানে আলী তারেক মারুফ নামের এক যুবককে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এছাড়া কামাল হোসেন (৪৩) ও আমিনুর কবীর (৫০) নামের আরও দুইজনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

যশোরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমীন জানান, দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসে দালালদের প্রভাব এবং গ্রাহক হয়রানির নানা অভিযোগ জমা পড়ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতেই অভিযান পরিচালনা করা হয় । তদন্তে অভিযোগের সত্যতাও মেলে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান, যিনি দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযানে আরো উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক জালাল উদ্দিন এবং চিরঞ্জিব নিয়োগী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)