কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর শহরের প্রাণ কেন্দ্রে পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন পৌর প্রশাসক রেকসোনা খাতুন।
শুক্রবার সকাল ১০টায় শহরের প্রাণ কেন্দ্রে প্রধান সড়কের পাশে ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি শরিফ নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামাতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর সভার নির্বাহী প্রকৌশলী এম এম নুর মুহম্মদ প্রমুখ। আই ইউ জি আই পি এর অধিন ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে ৬ তলা ফাউন্ডেশনে ৩ তলা বিশিষ্ট এ সুপার মার্কেট নির্মাণ করা হচ্ছে বলে প্রকল্পের মিউনিসিপাল প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, পৌর সভার কর্মকর্তা-কর্চারী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কেশবপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীমহল উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ মার্কেট নির্মাণে বহুবার বাঁধা হয়েছে জমির মালিকানা নিয়ে মামলার জন্য। সম্প্রতি আদালত সরকার পক্ষে রায় দেওয়ার পরে ওই জমির উপরে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।