Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নববর্ষ উদযাপন স্পন্দন ও শিল্পাঙ্গনের

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৩:৩৪:৫৯ এম

 

নিজস্ব প্রতিবেদক : যশোরের সাংস্কৃতিক সংগঠন স্পন্দন ও শিল্পাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের  যৌথ আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠানের শুরুতেই সংগঠন দুইটির  শিল্পীরা সমবেত কন্ঠে পরিবেশন করে সংগীত। প্রায় ২ ঘণ্টার অনুষ্ঠানে শতাধিক শিল্পী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের ডালিতে সংগীত ছাড়াও ছিল নৃত্য ও আবৃত্তি।

অনুষ্ঠানের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু,  সাংস্কৃতিক জন হারুন অর রশিদ, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন, সুরধুনীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সুরবিতান সংগীত একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক নওরোজ আলম খান চপল,  কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আনায়োরুল করিম সোহেল, গ্রাম থিয়েটার খুলনা অঞ্চলের সমন্বয়ক হাসান হাফিজুর রহমান ও সপ্তসুর এর  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে  সংগীত পরিবেশন করে সালভিয়া আফরোজ জুয়ী, সৃষ্টি ইয়াসমিন, রফিকুল ইসলাম,  সালেহা সাথী, আব্দুল হাই, আলামিন, আশিকুল আশিকুল ইসলাম প্রমুখ।

তীব্র তাপদাহের শেষে সন্ধ্যায় বর্ষার পরশে শীতল আমেজে  অনুষ্ঠান উপভোগ করেছে  বিপুল সংখ্যক সাংস্কৃতিক পিপাসী মানুষ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)