পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ভুলবশত বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া ১ লাখ টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিলেন পাইকগাছা থানা পুলিশ। জানা গেছে, ৪ এপ্রিল উপজেলার গজালিয়া চৌরাস্তা সংলগ্ন বাজারের হোটেল ব্যবসায়ী মো: সেলিম হাওলাদারের ভুলবশতঃ বিকাশের অন্য নম্বরে ১ লাখ টাকা চলে যায়। তিনি এবিষয়ে পাইকগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেলিম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজাউদ্দিন হাওলাদারের ছেলে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর দিকনির্দেশনায় এস আই অমিত দেবনাথ এর নেতৃত্বে ঐকান্তিক প্রচেষ্টায় অন্য বিকাশ নম্বরে ঢাকার গুলশান এলাকায় চলে যাওয়া ১ লাখ টাকা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ১১ দিন পর উদ্ধার করে বুধবার রাতে প্রকৃত টাকার মালিক পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুজা উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার (৩৯) হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে থানা পুলিশ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে টাকা উদ্ধার করায় প্রশংসায় ভাসছেন সাব ইন্সপেক্টর অমিত দেবনাথ।
মোঃ সেলিম হাওলাদার টাকা পেয়ে থানার ওসি মোঃ সবজেল হোসেন ও এস আই অমিত দেবনাথকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।