নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি করার অপরাধে যশোর শহরের রেলরোড সড়কে কমলা ফার্মেসী থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার অভিযান চালানো হয়। অভিযানকালে কমলা ফার্মেসীতে তদারকি করে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রি করার অপরাধে এ জরিমানা আদায় করা হয়।