নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৬৪ পরীক্ষার্থী। সেই সাথে নকল করার দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্র জানায়, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ১ লাখ ৩৫ হাজার ২৩৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ৩৩ হাজার ১৭৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৬৪ পরীক্ষার্থী। নকল করার দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে খুলনায় অনুপস্থিত ছিল ২৪৫ জন, নকল করার দায়ে ১জনকে বহিষ্কার করা হয়েছে। যশোরে অনুপস্থিত ছিল ৩৪৭ জন, নকল করার দায়ে ১জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বাগেরহাটে ১৪৫ ,সাতক্ষীরা ২০২,কুষ্টিয়া ২৭৮, চুয়াডাঙ্গায় ১৬০, মেহেরপুর ১২৬ , নড়াইল, ঝিনাইদহ ৩০৮ ও মাগুরায় ১৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।