নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪টি ইউনিয়নের ১ হাজার ৪৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ৩০০ কৃষকের মাঝে ১ কেজি পাটের বীজ, ১০ কেজি করে সার, ১ হাজার ১৩০ কৃষকের মাঝে ৫ কেজি করে রোপা আউশের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়। আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এগুলো বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ হাসান আলী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কুমায়ন কবীর, জাহিদুর রহমান প্রমুখ।
১৪টি ইউনিয়নের পাটের বীজ ও সার প্রাপ্ত কৃষকের মধ্যে হৈবতপুর ইউনিয়নে ৩০ জন, লেবুতলায় ২০ জন, ইছালীতে ২০ জন, নওয়াপাড়ায় ২০ জন, কাশিমপুরে ২০ জন চুড়ামনকাটি ইউনিয়নে ২০ জন, দেয়াড়ায় ৩০ জন, আরবপুরে ২০ জন, চাঁচড়ায় ২০ জন, রামনগরে ২০ জন, ফতেপুরে ২০ জন, কচুয়ায় ২০ জন, নরেন্দ্রপুরে ২০ জন ও বসুন্দিয়ায় ২০ জন কৃষক।
রোপা আউশের বীজ ও সার প্রাপ্ত কৃষকদের মধ্যে হৈবতপুর ইউনিয়নে ২২০ জন, লেবুতলায় ৫০ জন, ইছালীতে ৫০ জন, নওয়াপাড়ায় ৫০ জন, কাশিমপুরে ১০০ জন চুড়ামনকাটি ইউনিয়নে ৬০ জন, দেয়াড়ায় ৪০ জন, আরবপুরে ১০০ জন, চাঁচড়ায় ১০০ জন, রামনগরে ৫০ জন, ফতেপুরে ১৫০ জন, কচুয়ায় ৫০ জন , নরেন্দ্রপুরে ৬০ জন ও বসুন্দিয়ায় ৫০ জন কৃষক।