Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মুজিবনগর দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ যশোরের আলোচনা সভা

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৩:২০:৪৮ এম

 

নিজস্ব প্রতিবেদক : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে  মুক্তিযোদ্ধা সংসদ যশোরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন  এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভা  থেকে নেতৃবৃন্দ বলেছেন ৭১ এর মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। বীর বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। মুক্তিযোদ্ধা  নেতৃবৃন্দ  বলেছেন মুক্তিযুদ্ধে বাঙালির বীরত্ব গাঁথার ইতিহাস কখনোই ম্লান  হবে না।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান  রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার  ইঞ্জিনিয়ার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম,বাঘারপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  বীর মুক্তিযোদ্ধা  আব্দুস সাত্তার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)