পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী রোববার সকালে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পৌর বিএনপি’র আহ্বায়ক আসলাম পারভেজ, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংঘের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।