কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কেকেএসপি’র ব্যবস্থাপনায় সংগঠনটির আহবায়ক ও বর্ষবরণ উদ্যাপন কমিটির আহবায়ক এম আজাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মহাসীন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক জিএম লুৎফর রহমান, কেকেএসপির প্রতিষ্ঠাকালীন সদস্য রফিকুল ইসলাম, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, শিক্ষিকা কৃষ্ণা রানী শীল, কেকেএসপির আহবায়ক কমিটির সদস্য আঃ জলিল বিশ্বাস, পলাশ দাশ, বিপ্লব দত্ত, আঃ মজিদ গাজী, পরিমল দাশ প্রমুখ।