Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কম্পিউটার প্রশিক্ষণে সনদ পেল ১০ শিক্ষার্থী

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ১২:৪৩:৫৪ এম

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১৫ দিনব্যাপী কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন ওই প্রতিষ্ঠানে ‘কম্পিউটারে হাতেখড়ি’ কোর্সের অধীনে মাধ্যমিক পর্যায়ের ১০ জন শিক্ষার্থীকে দেয়া হয় প্রশিক্ষণ। বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের ম্যানেজার কামরুজ্জামান রাজুর পরিচালনায় শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও শিক্ষক নূরুল ইসলাম খান। মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির এসব শিক্ষার্থীদের কম্পিউটার কী, কেন শেখা প্রয়োজন, কম্পিউটারের এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের উপর বিভিন্ন ধারণা দেয়াসহ হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণ প্রদান করেন, কম্পিউটার প্রশিক্ষক হেলাল খান। মাহে রমজানে বিদ্যালয় বন্ধ থাকার ফাঁকে কম্পিউটারে হাতেখড়ি পেয়ে খুশিতে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা।
এদিন বিকেলে কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে প্রতিষ্ঠানের কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাংবাদিক নূরুল ইসলাম খান ও এহসানুল হোসেন তাইফুর। দোয়া পরিচালনা করেন, সাংবাদিক অলিয়ার রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)