দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, উপসচিব শাহানা সুলতানার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের নির্বাহী কমিটির কাউন্সিলের সদস্য হিসেবে দেবহাটার সন্তান আব্দুল্লাহ আল মামুনকে মনোনীত করা হয়। আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শহর কেন্দ্রিক সরকারি যুবপ্রশিক্ষণগুলো প্রান্তিক পর্যায়ে বিস্তৃত করা যায় কিনা সেটা নিয়ে কাজ করবো। পাশাপাশি দেবহাটা তথা সাতক্ষীরার যুবকদের কিভাবে বেশি দক্ষ ও কর্মমুখী করা যায় এ ব্যাপারটা নিয়ে ব্যাপকভাবে কাজ করতে চাই।’