Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে সাড়ে তিন লাখ শিশুকে

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৩:৩৬:০০ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশের সাথে আগামী ১৫ মার্চ এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে যশোর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা অবহিতকরণ পরিকল্পনা সভা ও সাংবাদিক ওরিয়েন্টেশনে এ তথ্য জানানো হয়।

ওরিয়েন্টেশনে বক্তব্য দেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ। ওরিয়েন্টেশনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ।

ওরিয়েন্টেশনে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, সারাদেশের সাথে যশোরেও আগামী ১৫ মার্চ’২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে এই জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৬৫ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একইসাথে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ০১ হাজার ৯৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সবমিলিয়ে এই জেলায় ৩ লাখ ৪৩ হাজার ১৬০ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল আরও জানান, জেলায় ৯টি স্থায়ী (সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ও ২ হাজার ২৮৭টি অস্থায়ী টিকাকেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি নির্ধারিত সময়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)