দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পেশাজীবী সংগঠন জিয়া পরিষদের দেবহাটা উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট ঘোষিত পুর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাড. শেখ আমিনুর রহমান আমিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংবাদিক রেজাউল করিম বাপ্পাকে মনোনীত করা হয়েছে। সম্প্রতি জিয়া পরিষদের সাতক্ষীরা জেলা আহবায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সদস্য সচিব অধ্যাপক মনিরুজ্জামান সাক্ষরিত একপত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।
কমিটিতে সহ সভাপতি হিসেবে আবু হাসান শিক্ষক, মাহমুদ আলী শিক্ষক, হায়দার আলী (অব. সেনা সদস্য), আবু তৈয়ব খান ব্যবসায়ী, বাবলু বিশ্বাস ও আবু সাঈদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইদ্রিস আলী ও ওয়ালিদ মাহমুদ, সহ যুগ্ম সম্পাদক অ্যাড. রাকিবুজ্জামান দিপু, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে তুহিন পারভেজ ও জাহিরুল হককে মনোনীত করা হয়েছে। কমিটিতে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও পেশাজীবীদের সমন্বয়ে স্থান দেয়া হয়েছে।
নতুন ঘোষিত কমিটিকে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।