দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার শামছুর রহমান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
এসময় অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সাবেক চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুদ্দীন ইয়াহিয়া, মাওলানা ফজর আলী, মাওলানা নুরুল ইসলাম, আব্দুল মোমিন, নারগিস আকতার, মাওলানা মুরাদ হোসেন ও হাফেজ জামিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৪ ব্যক্তিকে ৬২ হাজার ২শ টাকা যাকাতের অর্থ প্রদান করা হয়।