নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হলেন ডা. হুসাইন শাফায়াত। বিগত দিনের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদকে বদলির ২ মাস ৮ দিন পর নতুন তত্ত্বাবধায়কের যোগদানের আদেশ দেয়া হল। বৃহস্পতিবার (৬ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশ দেয়া হয়। যার স্মারক নম্বর ৪৫.০০.০০০০.১৪৮.১৯.০০২.২৪-১৮২। আগামী ১১ মার্চের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। ডা. হুসাইন শাফায়াত ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) কর্মরত ছিলেন।
জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ ২০২৪ সালের ১২ ডিসেম্বর অন্যত্র বদলি হন। পরে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রী শেখর সরকার। কিন্তু আর্থিক বিষয়ে (আয়ন-ব্যয়ন) কোন ক্ষমতা না থাকায় ৭০ জন ইন্টার্ন চিকিৎসক ও ৩য়-৪র্থ শ্রেণির মোট ১১৩ কর্মচারি গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। এছাড়া হাসপাতালের সকল আর্থিক লেনদেন থাকার পাশাপাশি পথ্য ও ধোলাই ঠিকাদারের বিল আটকে ছিলো। নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ পাওয়ায় হাসপাতাল সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ডা. হুসাইন শাফায়াত জানান, আগামী ৯ মার্চ তিনি ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ছাড়পত্র নেবেন। ১০ মার্চ তিনি মন্ত্রণালয়ে যাবেন। সেখান থেকে প্রয়োজনীয়তা শেষ করে ১১ মার্চ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করবেন। সঠিকভাবে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ডা. হুসাইন শাফায়াত ১৯৯৪ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০০১ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ২০২৫ সালের ২ জুলাই তিনি শার্শা উপজেলা হেলথ সাব সেন্টারে মেডিকেল অফিসার পদে যোগদান দেন। পরে পর্যায়ক্রমে তিনি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে নানা পদে দায়িত্ব পালন করেন।