এম আলমগীর, ঝিকরগাছা: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী যশোর-২ (চৌগাছা-ঝিকরগাাছা) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরের মনোনয়নপত্র জমা ও নির্বাচন উপলক্ষে ঝিকরগাছায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা সদরের কৃষ্ণনগর গ্রামে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমানুল কাদির টুল্লু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা পরিষদের সাবেক সদস্য ইকবাল আহমেদ রবি, প্রবীণ আওয়ামী লীগ নেতা নুনু ফকির, সাবেক কমিশনার নিমাই ঘোষ ও আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক গাজী, পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আলী শাহ, ৪নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান গাজী, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ধর, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ইনামুল মৃধা, মহিলা আওয়ামী লীগ নেতা জানু বেগম, উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইলাহী বক্স, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা মুনিরুল আলম মিশর, উপজেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক শামসুজ্জোহা লোটাস প্রমুখ।