প্রেসবিজ্ঞপ্তি : প্রয়াত শ্রমিকনেতা দিদারুল হকের ৮ম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার বিকাল ৪টায় অভয়নগরের নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের
উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিকনেতা বাহারুল ইসলাম বাহার। সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহসভাপতি নাজিউর রহমান নজরুল, লঞ্চ লেবার এসোসিয়েশনের খুলনা শাখার সভাপতি মোঃ হাসান মুন্সি, সহসভাপতি মিজান মাস্টার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন, যশোর জেলার সভাপতি আশুতোষ বিশ্বাস, সহসভাপতি সমীরণ বিশ্বাস, অভয়নগর থানা কমিটির সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির অভয়নগর থানা সাধারণ সম্পাদক কৃষকনেতা সেলিম জমাদ্দার, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম মাস্টার, বাংলাদেশ জাহাজী শ্রমিক সংঘের সভাপতি ইসমাইল সারেং, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য শহীদ মাস্টার প্রমুখ নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন নাজমুল হুসাইন।
দিদারুল হক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহকোষাধ্যক্ষ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সাবেক সভাপতি ও অভয়নগর থানা কমিটির সদস্য, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতা, নওয়াপাড়া শাখা কর্মকর্তা ও কার্পেটিং জুটমিল সিবিএ’র সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন।