Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনা-৫ আসনে নৌকার টিকিট পাওয়ার আশায় ১৪ নেতা

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০৫:২৬:৫২ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি  : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন নিয়ে খুলনা-৫ আসনে আলোচনা এখন তুঙ্গে। বর্তমান সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ এবার মনোনয়ন পেয়ে বিজয়ী হলে তিনি ৫ম বারের মতো সংসদ সদস্য হবেন। এদিকে আসনটিতে তার প্রতিদ্ব›দ্বী রয়েছেন দলের ডজন খানেক নেতা। মনোনয়ন প্রত্যাশীদের সমানতালে চলছে লবিং-গ্রæপিং, জনসংযোগ এবং নেতাকর্মীদের নিজের পক্ষে নিয়ে আসার নানান চেষ্টাও।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপিসহ খুলনা-৫ আসন থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ১৪ জন নেতা। তাঁরা হলেন, ফুলতলা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন, জাতীয় অর্থপেডিক হাসপাতালের সাবেক পরিচালক ও আ’লীগের আন্তর্জাতিক কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোল্যা আব্দুল গণি, বিশ^াস প্রোপার্টিজের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য আজগর বিশ^াস তারা, দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক ও জেলা আ’লীগের সাবেক সদস্য মোস্তফা সরোয়ার, খুলনা মহানগর সদর থানা আ’লীগ ও খুলনা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা আ’লীগের সহসভাপতি এ্যাড রবীন্দ্র নাথ মন্ডল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, আটলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. প্রতাপ কুমার রায়, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃনাল কান্তি জোয়াদ্দার, জেলা আ’লীগের সহসভাপতি বিএম সালাম, জেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, বঙ্গবন্ধু পরিষদের জেলার সহ-সভাপতি ড. মাহাবুব-উল ইসলাম ও কেন্দ্রীয় যুবলীগ নেত্রী চৈতালী হালদার। দলের মনোনয়ন প্রত্যাশী এসব নেতারা ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নানা ধরণের লবিং-গ্রæপিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেকে নির্বাচনীয় এলাকায় এসে জনসংযোগসহ তৃণমূল কর্মীদের নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টাও করছেন। কে পাচ্ছেন দলের মনোনয়ন! দিনভর বিভিন্ন এলাকায় এই আলোচনা এখন তুঙ্গে। মনোনয়ন প্রত্যাশীদের নানা ঘুরপাকের মধ্যে রয়েছে দলের নেতাকর্মীরাও।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)