নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গৃহবধূ সখিনা বেগম (৩৯) মারা গেছেন। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার ট্রাক টার্মিনাল এলাকার রেললাইন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সখিনা কীর্তিপুর গ্রামের খোকন হোসেনের স্ত্রী।
স্বজনরা জানিয়েছেন, ঘটনার সময় সখিনা বেগম রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।