Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে ঝিকরগাছা যুবলীগের সভা

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ১২:১২:২৭ পিএম

এম আলমগীর, ঝিকরগাছা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করতে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির ও ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও সাধারণ সম্পাদক মুছা মাহমুদের দিকনির্দেশনায় ঝিকরগাছা পৌরসভা ও ঝিকরগাছা সদর ইউনিয়নের আওয়ামী লীগের তৃণমূলের বিভিন্ন স্থানের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। 

রোববার বিকালে নেতৃবৃন্দ উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন যুবলীগের সাথে মতবিনিময় করেন। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতির অস্থায়ী কার্যালয়ে (পারবাজার) উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক ইলিয়াস মাহমুদের নেতৃত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য শাহানা আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা মুনিরুল আলম মিশর, আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য তাজউদ্দীন আহমদ, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মিলন হোসেন সাদ্দাম, উপজেলা তরুণ লীগের সভাপতি মনিরুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক বিপ্লব ধর প্রমুখ। 

এসময় নেতৃবৃন্দ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনিরকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)