এম আলমগীর, ঝিকরগাছা : ঝিকরগাছা উপজেলার সাদিপুর গ্রামে প্রতিপক্ষের গাছি দায়ের কোপে আহত অর্জুন মন্ডলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। গত মঙ্গলবার রাতে তিনি ওই পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন, সাত্ত্বনা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, আইনের আত্ততায় তাকে শাস্তি পেতে হবে। আজ পর্যন্ত কেউ অপরাধ করে ছাড় পায়নি। যারা অর্জুন এবং তার পুত্র অপূর্বকে আহত করেছে, তারাও ছাড় পাবে না।
এ সময় সাবেক এমপি মনিরের সঙ্গে ছিলেন নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম মিন্টু, মুনিরুল আলম মিশর, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাসখোলা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ মন্ডল, সাদিপুর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি রতন কুমার বিশ^াস, নির্বাসখোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি জ্যাক হাসান মিন্টু, ইউনিয়ন সে¦চ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান শহিদ, ক্রীড়া সম্পাদক ইকবাল আহমেদ টিটু, আওয়ামী লীগ নেতা মাস্টার আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বিল্লু, বাবুল আক্তার, আহম্মদ আলী, বাংলাদেশ হিন্দু মহাজোট ঝিকরগাছা শাখার সদস্য সচিব উত্তম কুমার, সদস্য প্রশান্ত সরকার প্রমুখ।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সাদিপুর গ্রামের অর্জুন মন্ডল ও তার পুত্র অপূর্ব মন্ডলকে কুপিয়ে জখম করে সোনাকুড় শেখপাড়া গ্রামের আব্দুস সামাদ ও তার পরিবারের সদস্যরা। অর্জুন মন্ডল ভারতের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।