Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম, আসামিরা গ্রেফতার

এখন সময়: শনিবার, ১০ মে , ২০২৫, ০২:২৩:২৪ পিএম

 

এম আলমগীর, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা উপজেলার সাদিপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর পাড়ে লাগানো কলাগাছ কাটাকে কেন্দ্র করে সোনাকুড় শেখপাড়া গ্রামের আব্দুস সামাদ ও সাদিপুর গ্রামের অর্জুন মন্ডলের মধ্যে  কথা কাটাকাটি হয়। এ সময় আব্দুস সামাদ, তার স্ত্রী ও দুই পুত্র জোরপূর্বক কলাগাছ কাটা শুরু করে। অর্জুন মন্ডল তাদের কলাগাছ কাটায় বাধা দিতে গেলে আব্দুস সামাদের বড় ছেলে আলাউদ্দীন গাছি দা দিয়ে অর্জুন মন্ডলের মাথায় কোপ দেয়।  গাছি দার কোপে তিনি পানিতে পড়ে গেলে অর্জুন মন্ডলের পুত্র অপূর্ব মন্ডল, ভাই নকুল মন্ডল ও স্ত্রী লিপিকা মন্ডল ছুটে আসলে আব্দুস সামাদসহ তার দুই ছেলে ও স্ত্রী তাদের মারধর শুরু করেন। অপূর্ব মন্ডলকেও গাছি দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে অপূর্ব মন্ডলকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অর্জুন মন্ডলের ভারতীয় ভিসা থাকায় তাকে ভারতে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অর্জুনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। দায়ের কোপে মাথায় তার মারাতœক আঘাত লেগেছে বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।

এ ঘটনায় শুক্রবার ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেন অর্জুনের ভাই নকুল মন্ডল। অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানার পুলিশ আব্দুস সামাদ, তার স্ত্রী শাহিদা বেগম, দুই পুত্র আলাউদ্দীন ও সালাউদ্দীনকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে অর্জুন মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল জানান, তার স্বামীর এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি। কি অবস্থায় আছে তাও পাশে থেকে জানতে পারছি না। ওরা আমাদের অমানুষের মত কুপিয়েছে এবং মেরেছে। আমরা এর সঠিক বিচার চাই।

মামলার বাদী নকুল মন্ডল বলেন, পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা হয়েছে। আমার ভাইকে হত্যা করতে চেয়েছিল ওরা। আমাদের উপস্থিত হওয়ার কারণে তা হয়নি।

সাদিপুর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি রতন কুমার বিশ^াস বলেন, মামলার আসামিদর দ্রুত গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানাই।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় তা মামলা হিসাবে আমলে নিয়ে আসামিদের আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, শুক্রবার সন্ধ্যার পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। তারা নিরীহ অর্জুন মন্ডলের পরিবারের ওপর হামলা তীব্র নিন্দা জানান। এ সময় উপস্থিত দুই শতাধিক মানুষ গণস্বাক্ষর দিয়েছে। যা প্রশাসনের কাছে দেয়া হবে। যাতে আইনের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম পিন্টু, নির্বাসখোলা পূজা উদযাপন কমিটির সভাপতি গনেশ মন্ডল, সাধারণ সম্পাদক দিলীপ কুমার, সাদিপুর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি রতন কুমার বিশ^াস, সাদিপুর বকুলতলা বাজারের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক উত্তম কুমার মন্ডল, জাতীয় হিন্দু মহাজোটের ঝিকরগাছা উপজেলা শাখার সদস্য সচিব উত্তম কুমার বিশ^াস, যুগ্ম আহবায়ক প্রশান্ত কুমার প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)