এম আলমগীর, ঝিকরগাছা: যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, গণতন্ত্রের নামে লাশের রাজনীতি করছে বিএনপি। বিএনপির সন্ত্রাসী ক্যাডার বাহিনী যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে। জনগণের জানমালের ওপর হামলা করছে। তারা নিজেরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে করছে। অথচ বিএনপি সরকারের বিরুদ্ধে বরাবরের মতো গুমের মিথ্যা অভিযোগ তুলছে। তিনি বলেন, জনগণের জানমালের ক্ষতি করে ভাল ফল হবে না। মানুষ এখন অনেক সচেতন। কারা উন্নয়ন করে আর কারা মানুষের সাথে ধোকাবাজি করে তা এখন জনগণ বোঝে। এই ভয়ে নির্বাচন আসলে নানা নাটক করা শুরু করে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কায়েমকোলা গ্রামে এক উঠান বৈঠক ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। মানুষের জন্য কাজ করেছেন। অনেক বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এ জন্য মানুষ তাকে পছন্দ করে। দেশের মানুষ তাকে ভালোবাসে। এ কারণে মানুষ তাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে ইনশাল্লাহ।
মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা কৃষক লীগের সভাপতি অ্যাড. শামসুর রহমান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, মুক্তিযুদ্ধকালীন ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন মেনা, আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম, শাহজাহান আলী, হামিদুল ইসলাম, ইউপি সদস্য কামরুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম শহীদ, মনিরুল ইসলাম, আজিজুল ইসলাম, শামীম হোসেন ডেবি, সালাউদ্দিন বাবু, আজগর আলী, কওসার আলী, আমিনুর রহমান, সাইফুল ইসলাম বকুল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার কফিল উদ্দিন।