দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. গোলাম মোস্তফা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন।
সোমবার বিকালে দেবহাটা উপজেলার ঘলঘলিয়া, ভাতশালা, পাঁচপোতা ও টাউনশ্রীপুর বাজারে জনসাধারণের মধ্যে তিনি এ লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণ, পথচারীসহ সর্বস্তরের মানুষকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন মেঘা প্রকল্পের বিস্তর বর্ণনার সাথে সাথে গ্রামীণ জনপদে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরেন।
অ্যাড. গোলাম মোস্তফা দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ২২ বছর ধরে একটানা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দিতে কাজ করছেন।