কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : কপিলমুনির আগড়ঘাটায় বাসের চাকায় পিষ্টে আয়শা খাতুন (১৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে কপিলমুনির আগড়ঘাটা এলাকার ভেদামারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা খাতুন কপিলমুনির প্রতাপকাটি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। গত জুন মাসে তাদের বিয়ে হয়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে শ্বশুর বাড়ি রাড়ুলী থেকে স্ত্রীকে মোটর সাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন সাদ্দাম হোসেন। পথিমধ্যে ভেদামারী মোড়ে পৌঁছালে পাইকগাছা থেকে কপিলমুনি অভিমুখে ছেড়ে আসা সাতক্ষীরা জ-০৪-০০৬১ নম্বর বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আয়শা। এসময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে আয়শার মৃত্যু ঘটে। এসময় বাসের চালক তালা থানার গংগারামপুর গ্রামের আ. রাজ্জাক গাজীর ছেলে আরিফুর রহমান রনিকে জনতার সহায়তায় আটক এবং বাসটি জব্দ করে পুলিশ।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।