নিজস্ব প্রতিবেদক : যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা বিভিন্ন সরকারি হাসপাতালের ডেঙ্গু কর্ণারে চিকিৎসাধীন রয়েছেন। এই নিয়ে শনিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হলো ৩ হাজার ৭৯৪ জন। এরমধ্যে ১৬ জন মারা গেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, নতুন আক্রান্ত ৩৮ জনের সকলে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়। আক্রান্তরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্ণারে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।