দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের নবমীর দিনে (সোমবার) দেবহাটা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় করেন।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন রতন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ প্রমুখ।
এমপি রুহুল হক সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব পালনে আহবান জানান। তিনি বলেন, এবার বিজয়া দশমীতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদী ইছামতিতে ভাসবে না মিলন মেলার তরী। হবেনা কোনো মিলনমেলা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে সামনে রেখে বিজিবি-বিএসএফ সরকারি কর্মকর্তাদের বৈঠকে উভয় দেশের নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে এবং অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে, উভয় দেশের মানুষ নিজ নিজ সীমারেখার মধ্যে অবস্থান করে ইচ্ছামতি নদীতে প্রতিমা বিসর্জন দিতে পারবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।