দাকোপ প্রতিনিধি: শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দাকোপের গুনারীতে স্বেচ্ছাসেবী সংগঠন “শিশুদের জন্য আমরা” এর পক্ষ থেকে সনাতন ধর্মী পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
“সাম্প্রদায়িকতা নয়, মানবতা আমাদের চালিকা শক্তি” এই স্লোগানে প্রতিবারের মত রোববার সন্ধ্যায় মহাঅষ্টমীতে শীতল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় দুর্গা মন্দির চত্বরে বস্ত্র বিতরণ করা হয়। শিশুদের জন্য আমরা সংগঠনের উপদেষ্টা নীল কমল সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস। সংগঠনের কোষাধ্যক্ষ অনিমেষ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুশান্ত কুমার ওরফে খোকন ঢালী, গোবিন্দ মন্ডল, দেবপ্রসাদ বিশ্বাস, সমীরন ঢালী, শিক্ষক কাকলী গোলদার, স্বপন সরদার, রেজাউল গাজী, শিশুদের জন্য আমরা সংগঠনের রিয়াজুল ইসলাম, ইখলাসুর রহমান, হেলাল গাজী, সাইফুল ইসলাম, রাকিবুল ইসলাম, ফয়সাল মোল্যা প্রমুখ। উল্লেখ্য ২০১৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে পবিত্র ঈদ, রমজান ও শারদীয় দুর্গা উৎসবে হত দরিদ্রদের মাঝে ঈদ ও ইফতার সামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ছাড়া করেনাকালীন সময়ে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, অক্সিজেন সেবাদান, হতদরিদ্রদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ, শীতবস্ত্র কম্বল বিতরণ, কৃতী শিক্ষার্থী ও গুনিজন সংবর্ধনা, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, শিক্ষাবৃত্তি প্রদান, চিকিৎসা সহায়তা, রক্তদান, দুর্যোগ সহনশীল তালবীজ রোপন ও চারা রোপন এবং কালাবগীর বিচ্ছিন্ন ফকিরকোনা দ্বীপে বঞ্চিত শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার আওতায় আনতে আমাদের স্কুল নামে সংগঠনের পক্ষ থেকে একটি স্কুল পরিচালনা করা হয়।