কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার দুপুরে অস্বচ্ছল নারীদের মাঝে ২৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি এ সেলাই মেশিন বিতরণ করেন। এডিবির বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা শীলা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।