নিজস্ব প্রতিবেদক : জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফায়সাল মোজাদ্দেদী ভার্চুয়ালী বলেছেন, যারা দেশ এবার নামে মানুষকে ধোঁকা দিয়েছে, গরিব মানুষকে বঞ্চিত করেছে তাদের থেকে দূরে থাকতে হবে।
বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জাকের পার্টি কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে কিছুটা সংশয় আছে, তারপরও যদি নির্বাচন হয় সে নির্বাচনে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে গরিব দুঃখীর অধিকার নিশ্চিত করতে জাকের পার্টির বিজয় নিশ্চিত করতে হবে। তিনি সকলের প্রতি গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
যশোর পৌর জাকের পার্টির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। রোববার বিকেলে টাউনহল ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে একটি বিশাল র্যালি বের হয়।
জনসভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল।
পৌর জাকের পার্টির সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনা হায়দার দিপ্তী, কেন্দ্রীয় নেতা মুফতি শরিফুল ইসলাম, পার্টির যশোর সাংগঠনিক বিভাগের সভাপতি মহিদুল ইসলাম, যশোর জেলা জাকের পার্টির সহ-সভাপতি ফারুক হোসেন, জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা আব্দুস সবুর, ছাত্র ফন্টের জেলা সভাপতি তৌহিদুর রহমান প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী জাকের পার্টির মূলদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা, থানা, পৌরসভা ও ইউনিয়নে দলের উদ্যোগে জনসভাসহ কর্মসূচি পালিত হচ্ছে। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে পার্টির চেয়ারম্যানের নির্দেশে সকলকে একযোগে কাজ করতে হবে। আগামী জাকের পার্টি দেশের নেতৃত্ব দেবে সেইলক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।