Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আজ শুরু হচ্ছে ৫দিনের ক্যাতায়নী উৎসব

এখন সময়: সোমবার, ২৭ অক্টোবর , ২০২৫, ০১:০২:৫২ এম

 

শাহীন আলম তুহিন, মাগুরা: ষষ্ঠী পূজার মধ্য দিয়ে  আজ সোমবার থেকে মাগুরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে জেলার ঐতিহ্যবাহী ক্যাতায়নী উৎসব।  পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ হবে আগামী শুক্রবার। ক্যাতায়নী পূজাকে ঘিরে ইতোমধ্যেই মণ্ডপে মণ্ডপে চলছে বর্ণিল প্রস্তুতি।

আয়োজকরা জানান, এবার উৎসবকে ঘিরে  চলছে নানা প্রস্তুতি। দৃষ্টিনন্দন ইলেকট্রিক গেটের পাশাপাশি থাকবে রঙিন কাপড়ের কাঠের ফ্রেমের তৈরি আকর্ষণীয় গেট। দর্শনার্থীদের নজর কাড়তে শহরের জামরুলতলা, সাহাপাড়া, সাতদোহা, পারনান্দুয়ালী সতিশ মাঝির বাড়ি, বটতলা, বদ্দীবাড়ি ও  নিজনান্দুয়ালী নিতাই গৌড় গোপাল সেবাশ্রম মণ্ডপে  চলছে আকর্ষণীয় গেট প্যান্ডেলের কাজ। এবারের উৎসবে আবহাওয়া ও পরিবেশ ভালো থাকায়  প্রায় ১০ লাখ লোকের সমাগম ঘটবে বলে আয়োজকরা মনে করছেন। মাগুরার পার্শ্ববর্তী ঝিনাইদহ, যশোর, নড়াইল, ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট সাতক্ষীরা, খুলনাসহ সারাদেশের  দর্শনার্থীরা ভিড় করবে এ উৎসবে। পাশাপাশি ভারত, নেপালসহ বিভিন্ন দেশের পর্যটকরাও এ উৎসবে আসে।

এ উৎসবটা ঘিরে প্রতিটি মণ্ডপের পাশে চলবে মেলা। এই মেলায় নারী শিশুদের পোশাক, খেলনা, চিনামাটি সামগ্রী, কসমেটিক, বিভিন্ন পুষ্টিকর খাবার পাওয়া যাবে। পূজা শেষ হয়ে গেলেও মেলা চলবে বেশ কিছুদিন।

পূজা মণ্ডপে গেট প্যান্ডেল প্রস্তুত কারিগর কি আর্টের সত্ত্বাধিকারী আব্দুল কুদ্দুস জানান, দুর্গাপূজার আগ থেকেই চলছে আমাদের প্রস্তুতি। এবার নতুন বাজারের ব্রিজে ৬০ ফুট উঁচু একটি গেট নির্মাণের প্রস্তুতি চলছে। এখানে বিভিন্ন রং বেরঙের কাপড়ের সমন্বয়ে গেট তৈরি করা হবে। যা দেখতে আকর্ষণীয় হবে।

সাহাপাড়ার পার্থপ্রতিম ঘোষ জানান, গতবছরের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় উৎসবের প্রস্তুতি  ভালো। প্রতিবছর আমাদের জেলার পাশাপাশি  ভিন্ন স্থানের নানা দর্শনার্থী পূজা দেখতে আসেন। ঐতিহ্যবাহী এ পূজা ঘিরে শুরু হয়েছে আনন্দ  উৎসব।

জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কনক কান্তি সাহা জানান, এবার জেলায় ৮৭ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে এ উৎসব। এরমধ্যে মাগুরা পৌরসভায় ২০, সদরে ২০, শালিখায় ২৫, মোহাম্মদপুরে  ১২, শ্রীপুরে ১০ মণ্ডপে পূজা হবে। পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশ, আনসারের পাশাপাশি র?্যাবের টহল জোরদার থাকবে। এবার আবহাওয়া ও পনিবেশ ভালো থাকায় উৎসবকে ঘিরে বর্ণিল আয়োজন চলছে। প্রতিটি মণ্ডপে ইলেকট্রিক গেটের আকর্ষণীয় আলোকসজ্জার থাকছে। দর্শনাথীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মণ্ডপের পাশে, রাস্তার বিভিন্ন স্থানে  থাকবে  পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক সদস্যরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)